গোপালগঞ্জে ভ্যানচালক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে ভ্যানচালক কিশোর আ. রব মোল্লা হত্যা মামলায় আনোয়ার খাঁ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট এলাকার চুন্নু শেখের গ্যারেজ থেকে একই এলাকার ভ্যানচালক আ. রব মোল্লা (১৭) ভ্যানভাড়া নেয়। কিন্তু ভ্যান গ্যারেজে জমা ও ভাড়ার টাকা না দেওয়ায় ২০০৭ সালের ১১ জুন সালিশ মীমাংসা হয়। পর দিন ১২ জুন ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় আ. রব। কিন্তু এরপর আর বাড়ি ফিরে না এলে তাঁকে অনেক খোঁজাখুঁজি করা হয়। পরদিন ১৩ জুন উপজেলার কানুরিয়া গ্রামের একটি পাটক্ষেত থেকে আ. রবের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রাজ্জাক মোল্লা বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে পুলিশ আনোয়ার খাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করলে দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন। এ মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি পলাতক ছিল।