গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে চরপাথালিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালকসহ দুজন নিহত হয়। ছবি : এনটিভি

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে চালকসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চরপাথালিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন সম্পর্কে আপন খালাতো ভাই। তারা দুজন গোপালগঞ্জে ইফতার করার উদ্দেশে যাচ্ছিলেন বলে জানা গেছে।

গোপালগঞ্জ ভাটিয়াপাড়া হাইওয়ের পুলিশের উপপরিদর্শক (এসআই) নুর সোলেমান জানান, তানভির মোল্লা (১৯) তার খালাতো ভাই মিনহাজ মিনাকে (১৭) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ভাণ্ডারখোলা থেকে গোপালগঞ্জ শহরের ইফতারের দাওয়াত খেতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ঘটনাস্থল চরপাথালিয়া এলাকায় পৌঁছালে খুলনাগামী রাজিব পরিবহণের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক মিনহাজের মৃত্যু হয়। অপর আরোহী তানভিরকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিক্ষার্থীর মামা আলী হোসেন শেখ জানান, তানভির খুলনা সিটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং মিনহাজ মিনা মোল্লাহাট উপজেলার ওয়াজেদ মডেল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।