গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে খোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

Looks like you've blocked notifications!
খোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন। ছবি : এনটিভি অনলাইন

গোপালগঞ্জে সদর উপজেলার তিনটি ইউনিয়নের মানুষের জন্য গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে খোলা সেতু নির্মাণ ও মধুমতি নদীর সঙ্গে কংশুর খালের সংযোগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার কংশুর বাসস্ট্যান্ডে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ওপর দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে করপাড়া, দুর্গাপুর ও উলপুর ইউনিয়নের সাধারণ মানুষ।

এসময় বক্তারা বলেন, কংশুর খালের ওপর করপাড়া, দুর্গাপুর ও উলপুর ইউনিয়নের সাধারণ মানুষ ও কৃষকরা নির্ভর করে থাকে। মধুমতি নদীর সঙ্গে কংশুর খালের সংযোগ না দিলে তারা ক্ষতিগ্রস্ত হবে।

এ সময় হাতে হাত ধরে খোলা সেতু নির্মাণ ও খালের সংযোগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন মানববন্ধনকারীরা। মানববন্ধন চলাকালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওয়াব আলী ফকির, সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান সাফু, জেলা কৃষক লীগ নেতা লিয়াকত আলী খান ও আওয়ামী লীগ নেতা মো. ইয়াছিন বেগ বক্তব্য রাখেন।