গোলাপবাগ মাঠে গণসমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

Looks like you've blocked notifications!
ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : সংগৃহীত

অবশেষে রাজধানীর গোলাপবাগ মাঠে গণসমাবেশ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘গোলাপবাগ মাঠে গণসমাবেশ করবে বিএনপি।’

যদিও দুপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘বিএনপি এখন গোলাপবাগ মাঠ চাচ্ছে। তবে গোলাপবাগ মাঠ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’

দুপুরেই রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে গোয়েন্দা প্রধান (ডিবি) হারুন অর রশীদ বলেন, ‘গত আট ডিসেম্বর পল্টন থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছিল। ওই মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’