গড় তাপমাত্রা বাড়লেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা

Looks like you've blocked notifications!
ফাইল ছবি

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশের গড় তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তবে, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা একদিনের ব্যবধান কমে ছয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। 

আজ শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ‘খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।’

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ শনিবার (১৪ জানুয়ারি) এনটিভি অনলাইনকে বিকেলে এ তথ্য জানিয়ে বলেন, ‘দেশের সর্বনিম্ন গড় তাপমাত্রা বেড়েছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল দিনাজপুরে ৮ ডিগ্রি সেলসিয়াস। যা আজ কমে দাঁড়িয়েছে ছয় দশমিক এক ডিগ্রিতে। আজ সকালে দেশের সর্বনিম্ন এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৯ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।’

নাজমুল হক আরও জানান, ‘গতকালের তুলনায় কমেছে শৈত্যপ্রবাহ। গতকাল দেশের ২৭ জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও আজ কমে দাঁড়িয়েছে ১০ জেলায়। আজ নওগাঁ, মৌলভীবাজার জেলাসহ রংপুর বিভাগের আট জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।’

পূর্বাভাসে আরও বলা হয়, ‘মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।’