ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

Looks like you've blocked notifications!
ঘন কুয়াশায় মার্কিং বাতির আলো অস্পষ্ট হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ। ছবি : এনটিভি

ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে মা‌নিকগ‌ঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে তিনটি ফেরি।

আজ ভোর সা‌ড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল । এসময় তিনি বলেন, ‘মধ্যরাত থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে ভোর সা‌ড়ে ৫টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।’

এ সময়, মাঝ নদী‌তে ৩টি ফেরি আটকা প‌ড়ে। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় যানবাহন আট‌কে আছে। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হবে। এরপর সিরিয়াল অনুযায়ী যানবাহনগুলোকে নৌরুটে পারাপার করা হবে বলে জানান তি‌নি।