ঘাস কাটতে গিয়ে সাপের দংশনে প্রাণ গেল যুবকের

Looks like you've blocked notifications!
মুন্সিগঞ্জ সদরে জমিতে ঘাস কাটার সময় সাপের দর্শনে মারা যান মো. সাজ্জাদ হোসেন। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জ সদরে জমিতে ঘাস কাটার সময় সাপের দংশনে মো. সাজ্জাদ হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার রামেরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত সাজ্জাদ হোসেন (১৮) শহরের মো. আনিস মাদবরের ছেলে।

নিহতের পরিবার জানায়, আজ দুপুর ১টার দিকে সাজ্জাদ হোসেন বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে যান। এ সময় তাকে একটি বিষাক্ত সাপ দংশন করলে তাৎক্ষণিক তিনি বাড়িতে ফিরে তার পরিবারের লোকজনের কাছে বিষয়টি জানান। পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। কিন্তু সেখানে সাপের কোনো অ্যান্টি ভেনম না থাকায় কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে ঢাকায় স্থানান্তর করেন। ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান সাজ্জাদ। পরে হাসপাতালে পৌঁছালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক তোফাজ্জল হোসেন জানান, দুপুরে সাপে কাটা একজন রোগী আসে। তার অবস্থা গুরুতর ও হাসপাতালে সাপে কাটার চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছিল।