ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে পিরোজপুরে ভারী বৃষ্টিপাত

Looks like you've blocked notifications!
ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে পিরোজপুরের নদীতে বাড়তে শুরু করেছে পানি। ছবি : এনটিভি

পিরোজপুরজুড়ে পড়েছে ঘূর্ণিঝড় অশনি’র প্রভাব। আজ মঙ্গলবার সকাল থেকে আকাশে ঘন মেঘ জমে আছে। সকাল সাড়ে ৬টায় হয়ে গেছে এক পশলা ভারী বৃষ্টিপাত। এ বৃষ্টি স্থায়ী হয় ৪০ মিনিট। 

বেলা ১১টা পর্যন্ত মাঝে মাঝে আলো ফুটে উঠলেও মেঘে ঢাকা ছিল অধিকাংশ সময়। এরই মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। নদীতে বাড়তে শুরু করেছে পানি। যদিও বাতাসের গতিবেগ স্বাভাবিক রয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় তাঁরা প্রস্তুত আছেন।