ঘোষিত দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে : বীর বাহাদুর

Looks like you've blocked notifications!
বান্দরবানে মতবিনিময় সভায় বক্তব্য দেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। ছবি : এনটিভি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘সাংগঠনিক কাজে গতিশীলতা আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলীয়ভাবে চূড়ান্ত করা ঘোষিত প্রার্থীর পক্ষেই একসঙ্গে কাজ করতে হবে সবার।’

বীর বাহাদুর বলেন, ‘আওয়ামী লীগে বিরোধিতার কোনো সুযোগ নেই। অসন্তোষ, মনমানিল্য এবং নেতৃত্বে প্রতিযোগিতা থাকবে। কিন্তু বিদ্রোহী প্রার্থী বা সংগঠনের শৃঙ্খলাবিরোধী কোনো কাজই মেনে নেয়া হবে না।’

আজ শনিবার সকালে মন্ত্রীর বাসভবনের মিলনায়তনে ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণায় নাইক্ষ্যংছড়ি উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. শফিউল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, বাইশারী ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, সভাপতি খালেদ সরোয়ার হারেস, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যানিং মারমা, দোছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

এছাড়া মতবিনিময় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা মারমা, উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা আব্দুর রহমান, সহসভাপতি আবু তাহের কোম্পানি, তসলিম ইকবাল চৌধুরী, ডা. সিরাজুল হক, বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম, দোছড়ি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. হাবিব উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া, জালাল আহমদ, ফখরুল ইসলাম কালু, আবু তাহের বাহাদুর, নুরুচ্ছফা, মতিলাল সূত্রধর, মো. আলম, থোয়াইহ্লা মং মারমা, মিজানুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, দীর্ঘদিন পর তৃণমূল নেতাকর্মীরা মতবিনিময় সভায় মিলিত হন। বক্তারা প্রকাশ্যে কোনো নেতাকর্মীকে জড়িয়ে বক্তব্য না দিলেও দলীয় কয়েকজন শীর্ষ নেতা ও জনপ্রতিনিধিকে ইঙ্গিত করে অভিযোগ তোলেন।

ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণায় নাইক্ষ্যংছড়ি আওয়ামী লীগের বিরোধ অনেকটাই প্রকাশ্যে রূপ নিয়েছে বলে দাবি তৃণমূল নেতাকর্মীদের।