চটগ্রামের মীরসরাইয়ে ড্রেজারডুবি, আট শ্রমিকের মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রেজারডুবির ঘটনায় আট শ্রমিকের মরদেহ উদ্ধার। ছবি : সংগৃহীত।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রেজার ডুবির ঘটনায় আট শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে শাহিন মোল্লাসহ চার জনের মরদেহ উদ্ধার  করা হয়েছে। এর আগে বুধবার রাতে একটি ও আজ সকালে তিনটি মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসকর্মীরা। ডুবে যাওয়া ড্রেজারের ভেতর থেকে তাদের উদ্ধার করা হয়।

ঘটনার দুইদিন পর জাহিদ, ইমাম ও মাহমুদের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে প্রথমে আল আমিনের মরদেহ উদ্ধার হয়েছিল।

নিহতরা হলেন শাহিন মোল্লা (৩০), আলম (২৫), জাহিদ (২৯), ইমাম (২৫), মাহমুদ (২২), আল আমিন (২০), বশর হাওলাদার (৩৫) এবং তারেক মোল্লা (২০)। 

মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত নিখোঁজ আট শ্রমিকের সবার মরদেহ উদ্ধার হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার দিবাগত রাত ১০টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে পড়ে। ওই সময় সাগরের কিনারে থাকা একটি বালুর ড্রেজার ডুবে যায়। এসময় ড্রেজারের ভেতরে নয়জন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে একজন সাঁতরে পাড়ে উঠলেও বাকি আটজন নিখোঁজ হন।