চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

Looks like you've blocked notifications!
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় জলুয়ার দীঘিরপাড় এলাকায় দুর্ঘটনাকবলিত সৌদিয়া পরিবহণের যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশা। ছবি : এনটিভি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার জলুয়ার দীঘিরপাড় এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত এবং আরও দুজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রণধীর বড়ুয়া (৬৭)। তিনি চন্দনাইশ উপজেলার মধ্যম জোয়ারা বড়ুয়াপাড়ার বাসিন্দা। 

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার পরিদর্শক (তদন্ত) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পটিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সৌদিয়া পরিবহণের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি কক্সবাজার যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি চট্টগ্রাম শহরের দিকে আসছিল। সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী রণধীর বড়ুয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। চালকসহ অন্য দুজন আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে।’