চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

Looks like you've blocked notifications!
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় নিহত মনোয়ারা বেগম। ছবি : সংগৃহীত

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। তার নাম মনোয়ারা বেগম (৩৭)। শনিবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগম আধুনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজিরপাড়ার বাসিন্দা জসীমউদ্দীনের স্ত্রী। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার সময় মনোয়ারা বেগম রাস্তা পারাপারকালে চট্টগ্রামগামী এস আলম পরিবহণের একটি বাস মনোয়ারা বেগমকে ধাক্কা দেয়। এতে মনোয়ারা বেগম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে মনোয়ারা বেগমকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় লোহার দীঘিরপাড় এলাকা থেকে বাসটি আটক করতে সক্ষম হয় স্থানীয়রা। তবে গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মাকসুদ আহম্মদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।