চট্টগ্রামে গৃহবধূ হত্যায় চারজনের মৃত্যুদণ্ড
চট্টগ্রামের বায়েজিদ এলাকায় ডাকাতির সময় গৃহবধূ পারভীন আকতারকে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরিফুল আলম ভূইয়া এ রায় ঘোষণা করেন।
মামলায় বলা হয়, ২০১৬ সালের ৫ মার্চ নগরীর বায়েজিদ রৌফাবাদ এলাকার জনাবা ভিলায় ফ্ল্যাটে ডাকাতির ঘটনা ঘটে। গৃহবধূ পারভীন ডাকাতদের বাধা দেন। এতে আসামিরা শ্বাসরোধে পারভীনকে হত্যা করা করে। এ সময় তাঁর ছেলে নুর মো. সাঈদকেও হত্যার চেষ্টা করা হয়। পরে নগদ টাকা, স্বর্ণসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় ডাকাতরা।
মামলার বাদী নুরুল আলম জানান, তারা দুই ভাই দুবাই থাকেন। দুজনে মিলে এ ভবনটি নির্মাণ করেছেন। বড় ভাই ও তাঁর পরিবার এ ভবনে বাস করেন। এ ঘটনার চারদিন পর বিদেশ থেকে ফিরে মামলা করেন। পরে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে।
সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নোমান জানান, গৃহবধূ পারভীন আকতারকে হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও সেইসঙ্গে ডাকাতির মামলার ওই চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। চার আসামির মধ্যে তিনজন মো. মনসুর, আবু তৈয়ব ও ইসহাক উচ্চ আদালতে জামিন নিয়ে পলাতক আছেন। মামলার প্রধান আসামি ইয়াছিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।