চট্টগ্রামে দুদকের মামলায় জি কে শামীম গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
জি কে শামীম। ফাইল ছবি

অনিয়মের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভবন নির্মাণে ঠিকাদারি কাজ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে বহুল আলোচিত ঠিকাদার জি কে শামীমকে।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন এ আদেশ দেন। 

আদালতের সরকারি কৌঁসুলি শাহাবউদ্দীন আহমদ এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ গ্রেপ্তার দেখানোর জন্য আসামি জি কে শামীমকে আদালতে হাজির করা হয়। এরপর তাঁকে এ মামলায় শোন অ্যারেস্ট (গ্রেপ্তার) দেখানো হয়।

নথি থেকে জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ পেতে দরপত্রের সঙ্গে সংযুক্ত কাগজপত্রে জালিয়াতিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ৭৫ কোটি টাকার ভবন নির্মাণে কাজ নিতে জিকেবি অ্যান্ড কোম্পানি লিমিটেড প্রতারণার আশ্রয় নেয়। যোগ্যতা না থাকা সত্বেও এ ভবন নির্মাণের কাজটি জিকে শামীমের জিকেবি অ্যান্ড কোম্পানি লিমিটেডকে দেওয়া হয়েছে বলে দুদকের তদন্তে উঠে আসে।