চট্টগ্রামে প্রায় ১৭ হাজার লিটার মদের চালান আটক

Looks like you've blocked notifications!
চট্টগ্রাম বন্দরে গতকাল বৃহস্পতিবার বিকেলে মদের বড় চালান আটক করা হয়। ছবি : ইউএনবি থেকে নেওয়া

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা কনটেইনার ভর্তি মদের চালান আটক করেছে কাস্টমস হাউসের কর্মকর্তারা। আটককৃত চালানটিতে ১৬ হাজার ৮৪০ লিটার মদ পাওয়া গেছে বলে জানিয়েছেন তারা।

গতকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে মদের চালানবাহী কনটেইনারটি আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টমস হাউসের নিরীক্ষা, তদন্ত ও গবেষণা (এআইআর) শাখার রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দীন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে শতভাগ কায়িক পরীক্ষা শেষে ৪০ ফুটের একটি এফসিএল কনটেইনার আটক করা হয়। কনটেইনারের ভেতরে আমরা বিপুল বিদেশি মদ পেয়েছি। তাই কনটেইনারটি বন্দরের বিশেষ নজরদারি ও নিরাপত্তা হেফাজতে রাখার জন্য অনুরোধ করা হয়।’

ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান বিসমিল্লাহ করপোরেশন এভাবে সরকারের ১৪ কোটি ৯০ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে বলে জানান এই কর্মকর্তা।