চট্টগ্রামে ১০৫০ লিটার সয়াবিন তেল জব্দ

Looks like you've blocked notifications!
চট্টগ্রামের ষোলশহর কর্ণফুলী কমপ্লেক্সের খাজা স্টোর থেকে আজ রোববার বিকেলে এক হাজার ৫০ লিটার সয়াবিন তেল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : এনটিভি

চট্টগ্রামে একটি দোকান থেকে এক হাজার ৫০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার বিকেলে ষোলশহর কর্ণফুলী কমপ্লেক্সের খাজা স্টোর থেকে এসব তেল জব্দ করা হয়। এ ঘটনায় দোকানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ জানান, বাজারে কৃত্রিম সংকটকে কাজে লাগিয়ে বেশি মুনাফা আদায়ের উদ্দেশে তেলের বোতলগুলো মজুদ করা হয়েছিল। তেল দোকানের মেঝের নিচে বিশেষ কায়দায় তৈরি একটি গুদামে লুকিয়ে রাখা হয়েছিল। এ ছাড়া, দোকানটিতে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় দোকানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।