চট্টগ্রামে ৪.৬ মাত্রার ভূমিকম্প

Looks like you've blocked notifications!
ভূমিকম্পের প্রতীকী ছবি

চট্টগ্রাম কেঁপে উঠেছে ভূমিকম্পে। আজ রোববার (৩০ এপ্রিল) চার দশমিক ৬ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে নগরটিতে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় আজ রোববার দুপুর ১২টা ৫৬ মিনিটে এই মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ছিল চার দশমিক ৬।

পতেঙ্গা আবহাওয়া অফিস ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক থেকে ৭০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ৯৮ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

বাংলাদেশের ঢাকা, চট্টগ্রামসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় এ ভূকম্পন অনুভূত হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাদ তঞ্চঙ্গ্যা বলেন, ‘চট্টগ্রাম ও ঢাকার আশপাশের এলাকায় দুপুরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে, এ ভূকম্পনের স্থায়ীত্ব জানা যায়নি।’