চরফ্যাশনে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ২ জলদস্যু’ নিহত

Looks like you've blocked notifications!
রোববার ভোরে ভোলার চরফ্যাশনে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে। ছবি : এনটিভি

ভোলার চরফ্যাশনে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে। নিহতেরা জলদস্যু বলে জানিয়েছে র‍্যাব। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

আজ রোববার (৫ ডিসেম্বর) ভোরে চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন চর কুকরিমুকরিতে এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে, প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। এদের মধ্যে একজনের বয়স ২৫ এবং অপরজনের ৩০ বছর বলে ধারণা করা যাচ্ছে। এ সময় তিনটি  রামদাসহ বেশকিছু গুলি ও পিস্তল উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৮-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব রায়হান বলেন, ‘চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরিতে একদল জলদস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় র‍্যাবের একটি দল অভিযান চালায়। র‍্যাবকে দেখে দস্যুরা গুলি চালায়। র‍্যাবও পাল্টা গুলি চালায়। দুপক্ষের গুলি বিনিময়ের পর দস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই দস্যুর লাশ উদ্ধার করা হয়েছে। তবে এরা কোন বাহিনীর, তা প্রাথমিকভাবে জানা যায়নি। র‍্যাব বিষয়টির তদন্ত করছে।