চসিকে ভোট সুষ্ঠু না হলে আন্দোলনের হুমকি বিএনপির

Looks like you've blocked notifications!

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচন সুষ্ঠু না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।

আজ বুধবার সকালে নগরীর ফ’য়স লেক এলাকায় বিএনপির মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী গণসংযোগে ডাকসুর সাবেক ভিপি এই হুঁশিয়ারি দেন।

এ সময় আমানউল্লাহ আমান আরো বলেন, ‘গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিএনপি এত প্রতিকূলতার মধ্যেও, ভোট কারচুপির মধ্যেও আজকে এই নির্বাচনে অংশগ্রহণ করছে। এরই মধ্যে আমাদের মেয়র পদপ্রার্থী ডা. শাহদাতের গাড়িবহরে হামলা হয়েছে। তাঁর ওপর আক্রমণ হয়েছে।’

এ সময় আমান সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশনের ইতিবাচক পদক্ষেপ প্রত্যাশা করেন।

নির্বাচনি প্রচারে আমানউল্লাহ আমানের সঙ্গে এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দীন আলম, বিএনপির মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

নির্বাচনি প্রচারে নেতারা প্রচারপত্র বিতরণ করেন এবং সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা ছিল। সে হিসাবে ইসির সিদ্ধান্ত অনুসারে ২৯ মার্চ এই সিটির ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

পরে ২৭ মার্চ নির্বাচনের ভোট গ্রহণের জন্য দিন দেয় ইসি।