চাঁদপুরে জাটকা ধরায় ১৫ জেলে আটক

Looks like you've blocked notifications!
চাঁদপুরের পদ্মা-মেঘনায় গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে ১৫ জেলেকে আটক করে পুলিশ। ছবি : এনটিভি

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধনের দায়ে ১৫ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ২০ কেজি জাটকা, একটি নৌকা ও জাল জব্দ করা হয়।

গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা-মেঘনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, ‘জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিত করতে এবং মাছ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন স্থান থেকে ১৫ জেলেকে আটক করা হয়। এর মধ্যে আট জেলেকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়। এছাড়া চার জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়। বাকি তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।’

জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া আটককৃত জাটকা স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ। এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।