চাঁদপুরে তিন হাজার কেজি জাটকা জব্দ করে অসহায়দের বিতরণ

Looks like you've blocked notifications!
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ৩ হাজার কেজি জাটকা জব্দ। ছবি : এনটিভি

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে তিন হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে। আজ শুক্রবার (১০ মার্চ) দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। পরে এই জাটকাগুলো স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও অসহায় দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।

খন্দকার মুনিফ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সকালে বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্ট মোহনপুরের লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাহেরচর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।’

খন্দকার মুনিফ আরও বলেন, ‘অভিযানে তিনটি ফাইটার বোট তল্লাশি করে মোট তিন হাজার কেজি (৭৫ মণ) জাটকা জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জব্দ করা জাটকার প্রকৃত মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

পরবর্তীতে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশীদের উপস্থিতিতে জব্দ করা জাটকা স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও অসহায় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।