চাঁদপুরে বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার ২

Looks like you've blocked notifications!
চাঁদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়কারী গ্রেপ্তার দুই ব্যক্তি। ছবি : এনটিভি

চাঁদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়কারী দুজনকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার সকালে চাঁদপুর শহরের বাবুরহাট বাজার এলাকার পূবালী ব্যাংকের সামনে থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন- মুদ্রা ক্রয়-বিক্রয়কারী মতলব উত্তর উপজেলার মো. আবু সায়েম ভুইয়া (২৩) ও একই উপজেলার মো. শাফিন ভুইয়া (২১)।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কর্মরত এসআই আব্দুছ ছালাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাবুরহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রেপ্তার হওয়া দুজনের কাছ থেকে সৌদি, কাতারের রিয়াল, দুবাইয়ের দিরহাম ও ইউএস ডলার জব্দ করা হয়। যার বাংলাদেশি মুদ্রা মান যথাক্রমে পাঁচ লাখ ৭৩ হাজার ৯৭৩ টাকা এবং ছয় লাখ ২৫ হাজার ৮৮০ টাকা; যা সর্বমোট ১১ লাখ ৯৯ হাজার ৮৫৩ টাকা। দুজনের বিরুদ্ধে আজ মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।