চাঁদপুরে মৎস্য আড়ৎ থেকে ৪৫০০ কেজি জাটকা জব্দ

Looks like you've blocked notifications!
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। ছবি : এনটিভি

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ মৎস্য আড়ৎ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।

দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট মোহনপুরের সাব লেফটেন্যান্ট ফজলুল হকের নেতৃত্বে মতলবে মাছের আড়ত তল্লাশি করে মোট ৪৫০০ কেজি (১১২.৫ মণ) জাটকা জব্দ করা করে।

কমান্ডার খন্দকার মুনিফ আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় ২৫টি এতিমখানা ও গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম।