চাঁপাইনবাবগঞ্জে লকডাউনের শেষ দিনেও কঠোর প্রশাসন

Looks like you've blocked notifications!
লকডাউনে চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে জোড়ালো অবস্থান নিয়েছে প্রশাসন ও পুলিশ। ছবি : এনটিভি

চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে থাকায় আজ সোমবার পালিত হয়েছে দ্বিতীয় ধাপের বিশেষ লকডাউনের শেষ দিন। লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করতে জেলাজুড়ে জোড়ালো অবস্থানে ছিল জেলা প্রশাসন ও পুলিশ।

সরেজমিনে দেখা গেছে, লকডাউনে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী, নওগাঁ রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। জেলার ভেতরেও যাত্রীবাহী বাস চলাচল করেনি। তবে সকাল থেকে শহরজুড়ে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। শহরে মানুষের উপস্থিতিও আগের দিনের তুলনায় বেশি ছিল।

লকডাউনে বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরসহ অন্য উপজেলার প্রধান প্রধান মার্কেটগুলো। এদিকে, লকডাউন বাস্তবায়ন করতে জেলাজুড়ে কাজ করছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।