চাঁপাইনবাবগঞ্জে শিশুকে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। ছবি : এনটিভি

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় শিশু বায়তুলকে (৭) হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামিদের অনুপস্থিতিতে এ রায়ের আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামি রহিম ও ফারুক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আঞ্জুমান আরা জানান, ২০১০ সালের ১৯ জানুয়ারি রাতে টাকা-পয়সা নিয়ে বিরোধের জের ধরে রহিম ও ফারুক তাঁদের বড় ভাই শফিকুল ইসলামের বাড়িতে দুদফা ককটেল হামলা চালায়। এতে শফিকুল ইসলামসহ তাঁর পরিবারের পাঁচজন সদস্য এবং তাঁর মামাতো ভাই নুরুল ইসলামের ছেলে শিশু বায়তুল আহত হয়। আহতদের রাতেই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিশু বায়তুলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শিশু বায়তুলের চাচা নজরুল ইসলাম ২০১০ সালের ২০ জানুয়ারি রহিম ও ফারুকের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আতাউর রহমান আসামি রহিম ও ফারুককে অভিযুক্ত করে ২০১০ সালের ৮ জুন আদালতে অভিযোগপত্র দেন। মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণসহ শুনানি শেষে আদালত এ রায় দেন।