চাঁপাইনবাবগঞ্জে শিশু রোহান হত্যার ঘটনায় এক শিশু পুলিশ হেফাজতে

Looks like you've blocked notifications!
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের খোলা সেপটিক ট্যাঙ্কে ফেলে শিশু রোহান হত্যাকাণ্ডের ঘটনায় এক শিশুকে হেফাজতে নিয়েছে পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাহবুব আলম খান জানান, গত ৩১ ডিসেম্বর থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়া মহল্লার নির্মাণশ্রমিক সুজন আলীর তিন বছরের শিশুপুত্র রোহান নিখোঁজ হয়। এ ব্যাপারে রোহানের পরিবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অভিযোগ করে। এরপর পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ ধরে গতকাল শনিবার রাত ৮টার দিকে রোহানের মরদেহ হাসপাতালের খোলা সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করে। পরে চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশের একটি দল হত্যাকাণ্ডে জড়িত ওই শিশুকে হেফাজতে নেয়।

এএসপি মাহবুব আরো বলেন, ‘ভিক্ষাবৃত্তির কাজে ব্যবহারের জন্য রোহানকে অপহরণ করা হয়। এরপর কোনো এক সময় রোহান অপহরণকারী ওই শিশুকে লাথি মারলে সে রোহানকে সেপটিক ট্যাঙ্কের মধ্যে ফেলে দেয়।’

এদিকে, শিশু রোহানের মরদেহ উদ্ধারের পর মসজিদপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।