চাচার লাঠির আঘাতে প্রাণ গেল ভাতিজার

Looks like you've blocked notifications!

দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে বাড়ির পুকুর থেকে মাটি উত্তোলন নিয়ে দুই পরিবারের বাগবিতণ্ডার জেরে চাচার লাঠির আঘাতে ভাতিজা মোহাম্মদ শাহাব উদ্দিন (৩৩)-এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (৮ মার্চ) সকালে উপজেলার কাথারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত ভাতিজা শাহাব উদ্দিন উপজেলা কাথারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মাইদারীপাড়ার মোহাম্মদ এয়াকুব হোসেনের (৬২) ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন নিহত শাহাব উদ্দীনের বাবা এয়াকুব হোসেন, ভাই শাহ আলম ও অভিযুক্ত চাচা নুর হোসেন। তাঁদের সবাইকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. অমিত দাশ জানান, হাসপাতালে নিয়ে আসার পর পরই শাহাব উদ্দিনের মৃত্যু হয়। তাঁর বাবা ও ভাইও চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে শাহাব উদ্দিনের মৃত্যুর খবর পেয়ে চিকিৎসাধীন আহত চাচা নুর হোসেন হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, আজ সকালে বাড়ির পুকুর থেকে মাটি উত্তোলন ও সীমানা নিয়ে বিরোধের জেরে বাগবিতণ্ডার পর তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে চাচা নুর হোসেনের হামলায় গুরুতর আহত হন শাহাব উদ্দিন ও তাঁর ভাই শাহ আলম এবং বাবা এয়াকুব হোসেন। আহত হন চাচা নুর হোসেনও।