চান্দিনায় তিন ইয়াবাসেবীর কারাদণ্ড

কুমিল্লার চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়। ছবি : এনটিভি
কুমিল্লার চান্দিনায় ইয়াবা সেবনের দায়ে দুই সহোদরসহ তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বেলা ১১টার দিকে এ রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ।
সাজাপ্রাপ্তরা হলেন চান্দিনার তুলাতুলি গ্রামের রুবেল (২৫) , একই গ্রামের দুই ভাই মো. শাহজালাল (৩৮) ও মো. তানভীর (২১)।
চান্দিনার থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শাহজালাল নামের এক ব্যক্তি বেশ কয়েকজনকে নিয়ে তাঁর ঘরে বসে ইয়াবা সেবন করছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে তাঁর ঘরে হানা দিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় আরেকজন পালিয়ে যান। পরে আজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের সাজা দেওয়া হয়।