চীনের বাজারে আরও ১ শতাংশ শুল্কমুক্ত সুবিধা বাড়ছে বাংলাদেশি পণ্যের

Looks like you've blocked notifications!
সমঝোতা স্মারক সইয়ের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই (বাঁ থেকে দ্বিতীয়) ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ছবি : সংগৃহীত

চীনের বাজারে বাংলাদেশি পণ্যের আরও এক শতাংশ শুল্কমুক্ত সুবিধা বাড়ছে। আগামী সেপ্টেম্বর থেকে এ সুবিধাটি কার্যকর হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ রোববার বাংলাদেশে সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বৈঠক হয়। সেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ঘণ্টাব্যাপী দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে চারটি চুক্তি ও সমঝোতা সই হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বৈঠকের পর সাংবাদিকদের বলেন, ‘চুক্তির বিস্তারিত পরে গণমাধ্যমে ব্রিফ করা হবে।’ এর আগে ‘চীনের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত সুবিধার পরিধি আরও এক শতাংশ বাড়ানো হয়েছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আশা করি, বাড়তি এই শতাংশে বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের ওভেন প্রোডাক্টসের যে সীমাবদ্ধতা ছিল, সেটা দূর হবে। আমরা হয়তো বিকেল নাগাদ তালিকাটা পাব। আমার মনে হয়, এ সফরে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। অতিরিক্ত এক শতাংশ পণ্য ও সেবা, যেটা আমাদের তারা শুল্কমুক্ত সুবিধা দেবে।’

মো. শাহরিয়ার আলম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি দেখে চীনের পররাষ্ট্রমন্ত্রী খুশি।’

দুই দেশের মধ্যে সম্পর্ককে ‘নতুন স্তরে’ উন্নীত করার লক্ষ্যে বৈঠকে উভয় পক্ষই দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করে।

মন্ত্রী ওয়াং ভবিষ্যতে যৌথ সহযোগিতার ওপর জোর দেন এবং ‘এক-চীন’ নীতিতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেন।