চুপিসারে ভোট দেওয়া যাবে না : ঊষাতন তালুকদার

Looks like you've blocked notifications!
রাঙামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে শহরের পৌর চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি : এনটিভি

সরকারকে হুঁশিয়ারি দিয়ে সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেন, ‘আগের মতো রাতের অন্ধকারে চুপিসারে ভোট দেওয়া যাবে না। নির্বাচন হতে হবে স্বচ্ছতার সঙ্গে ও গ্রহণযোগ্য উপায়ে।’

রাঙামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে শহরের পৌর চত্বরে আলেচনা সভা করে উদযাপন কমিটি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় ঊষাতন তালুকদার বলেন, ‘জেএসএস স্বাধীনতা সার্বভৌমত্ব স্বীকার করেই চুক্তি করেছি। আমাদের আশা ছিল চুক্তি বাস্তবায়ন হবে, সবাই মিলে মিশে থাকব। এখন পাহাড়ে হচ্ছেটা কী!’

ঊষান বলেন, ‘ঘরে বসে থাকতে অধিকার কেউ দিয়ে যাবে না। অধিকার আদায়ের জন্য মাঠে নামতে হবে। সকলকে প্রস্তুত থাকতে হবে।’

‘বাংলাদেশ আদিবাসী’ ফোরাম পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মাধবীলতা চাকমা, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা প্রমুখ।