চুয়াডাঙ্গায় আর্জেন্টিনা সমর্থকদের ভুরিভোজের গরু-ছাগল চুরির অভিযোগ

Looks like you've blocked notifications!
বাংলাদেশে আর্জেটিনার সমর্থক। ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা শহরের একদল আর্জেটিনার সমর্থক তাদের কয়েকটি ছাগল ও একটি গরু চুরি হয়ে গেছে বলে অভিযোগ করেছেন।

আর্জেটিনার সমর্থকদের অভিযোগ, বেশ কয়েকটি ছাগল ও একটি গরু আর্জেটিনার জয়ের পর ভুরিভোজ করার জন্য কিনে চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া সংলগ্ন জ্বিনতলা মল্লিকপাড়ার একটি খোয়াড়ে (ফার্ম) রাখা রাখা ছিল। কিন্তু আর্জেটিনার জয়ের পর আনন্দ উল্লাস শেষে খোয়াড়ে গেলে গরু ও ছাগলগুলো খুঁজে পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা জেলা আর্জেটিনা সমর্থক গোষ্ঠীর প্রধান উপদেষ্টা চুয়াডাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মাফিজুর রহমান মাফি অভিযোগ করে বলেন, ‘আমরা আগে থেকেই ঘোষণা দিয়েছিলাম, আমাদের দল বিজয়ী হলে আমার ছাগল ও গরু জবাই করে ভুরিভোজ করব। সে অনুযায়ী আমরা কয়েকটি ছাগল এবং একটি গরু কিনে একটি খোয়াড়ে রেখেছিলাম। কিন্তু রাতে খেলা শেষে সেগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে করেছে। তবে এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।’

তবে এলাকার অনেকেই এ ঘটনায় আর্জেটিনার সমর্থক গোষ্ঠীর সদস্যদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছেন। এ ছাড়া চুয়াডাঙ্গা সদর থানা পুলিশও বলছে এরকম কোনো ঘটনা তাদের জানা নেই।