চুয়াডাঙ্গায় ইলেকট্রনিক পণ্যের গুদামে আগুন, ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির দাবি

Looks like you've blocked notifications!
চুয়াডাঙ্গা সদর উপজেলায় তিনতলা ভবনের নিচতলায় ইলেকট্রনিক পণ্যের গুদামে বুধবার দিবাগত রাতে অগ্নিকাণ্ড ঘটে। ছবি : এনটিভি

চুয়াডাঙ্গা সদর উপজেলায় একটি তিনতলা ভবনের নিচতলায় ইলেকট্রনিক পণ্যের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। উপজেলার মাস্টারপাড়া এলাকায় মামুন ইলেকট্রিক নামের ওই প্রতিষ্ঠানের গুদামে গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নিকাণ্ডের সাড়ে চার ঘণ্টা পর আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এদিকে, গুদামে থাকা বৈদ্যুতিক বাল্ব ও তারসহ অন্তত ২০ লক্ষাধিক টাকার ইলেকট্রনিক পণ্য পুড়ে গেছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির মালিক। এ ছাড়া অগ্নিকাণ্ডে ওই প্রতিষ্ঠানের পাশাপাশি ভবনেরও ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের আধা ঘণ্টা পর ভবনটির নৈশপ্রহরীর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।