চুয়াডাঙ্গায় উপজেলা বিএনপির ১৭ নেতাকর্মী কারাগারে

Looks like you've blocked notifications!
চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি : এনটিভি

চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনুসহ ১৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৮ মার্চ)   বিএনপির নেতাকর্মীরা  জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক জেলা ও দায়রা জজ জিয়া হায়দার আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ মামলার অন্য আসামিরা হলেন মোকারম হোসেন, আব্দুল হাশেম, আব্দুর রহিম, মন্টু মিয়া, আবু সাইদ বিশ্বাস, ইউসুফ আলী, আব্দুল ওয়াহেদ, মাসুদ রানা, মো. সুমন, মো. রফিক, ওসমান গনি, সামসুল আলম, ইদ্রিস আলী, রুহুল আমিন ও কুতুব উদ্দিন।

আসামিপক্ষের আইনজীবী এম এম শাহজাহান মুকুল জানান,   আলোচিত মামলায় কারাগারে পাঠানো ১৭ নেতার জামিনের জন্য উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, এর আগে এই ১৭ আসামির নামে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনের আদেশ বহাল ছিল।