চুয়াডাঙ্গায় চিনিকলের পাওয়ার ট্রলির ধাক্কায় ভারতীয় নাগরিক নিহত
চুয়াডাঙ্গায় দর্শনা চিনিকলের পাওয়ার ট্রলির ধাক্কায় তপন বিশ্বাস (৪২) নামের এক ভারতীয় পাসপোর্টধারী যাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় দর্শনা বাসস্ট্যান্টে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত তপন বিশ্বাসের বাড়ি ভারতের পশ্চিমবাংলার উত্তর চব্বিশ পরগনার জুববাড়িয়া গ্রামে।
পুলিশ জানায়, তপন বিশ্বাস গতকাল শুক্রবার দর্শনায় আসেন। রাত সাড়ে ৯টার দিকে দর্শনা বাসস্ট্যন্ট এলাকায় দর্শনা চিনিকলের একটি পাওয়ার ট্রলি তাকে ধাক্কা দেয়। এ সময় তাঁর সঙ্গে থাকা ভারতের লাল চন্দ্র দাস ও শরীফ নামে দুজন ব্যক্তি তাকে সদর হাসপাতালে নেন। তপন বিশ্বাসের মরদেহ আজ সদর হাসপাতাল মর্গে সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন সদর থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির জানান, ভারতীয় নাগরিক তপন বিশ্বাস সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ভারতীয় নাগরিক তপন বিশ্বাসের মরদেহ বাংলাদেশে আনুষ্ঠানিকতা শেষে ভারতে পাঠানো হবে।