চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Looks like you've blocked notifications!
সদর হাসপাতাল, চুয়াডাঙ্গা। ছবি : এনটিভি

চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ দুজন নিহত হয়েছেন। আজ রোববার ১১টা ও দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর গ্রামের ফরজ আলী মণ্ডল (৭০) ও দামুড়হুদা উপজেলার সড়াবাড়িয়া গ্রামের ইনামুল ইসলাম (৩২)।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উৎপলা বিশ্বাস জানান, ইনামুল হক হাসপাতালে পৌঁছানোর আগে এবং ফরজ আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুজনই মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে জাফরপুর বিজিবি সদর দপ্তরের সামনে থেকে স্থানীয় লোকজন বেলা ১১টার দিকে বৃদ্ধ ফরজ আলীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অপরদিকে দুপুর একটায় দামুড়হুদা উপজেলার সড়াবাড়িয়া-নতুন গ্রামের মাঝামাঝি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগেই ইনামুল ইসলাম নিহত হন।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম লুৎফুল কবীর জানান, নিহত ইনামুল ইসলামের মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।