চুয়াডাঙ্গায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বন্ড বিলে দুর্বৃত্তরা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল-ইমরানকে (২২) কুপিয়ে হত্যা করেছে। আজ শুক্রবার বেলা ১১টায় পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে আল-ইমরানকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
স্থানীয় লোকজন প্রথমে আল ইমরানকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়। মুমূর্ষু অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত আল ইমরান আলমডাঙ্গা পৌর এলাকার গোন্দিপুরের জুড়ান আলীর ছেলে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন। হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।