চুয়াডাঙ্গায় সাপের দংশনে প্রাণ গেল দুই মাদ্রাসাছাত্রের

Looks like you've blocked notifications!
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। ছবি : এনটিভি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সাপের দংশনে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার চন্দ্রবাস গ্রামে আজ সোমবার সকালে পৌনে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুজন হলো দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের ডাক্তারপাড়ার সাইফুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (১৩) ও একই গ্রামের মাঝেরপাড়ার শওকত আলীর ছেলে জুনায়েদ (১৩)। তারা দুজনই চন্দ্রবাস দারুল উলুম কওমি মাদ্রাসার নাজেরা বিভাগের আবাসিক ছাত্র ছিল।

মাদ্রাসার পরিচালক হাজী আখতার ফারুক বলেন, ‘মাদ্রাসার বোর্ডিংয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় ওই দুই ছাত্রকে সাপ দংশন করে। পরে চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নিই। এরপর আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে তাদের মৃত্যু হয়।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল কাদের বলেন, ‘সাপের দংশনের পর দুই ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় সকাল ৭টার দিকে জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলে। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল পৌনে ৮টার দিকে তাদের মৃত্যু হয়।’