চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার

Looks like you've blocked notifications!
চুয়াডাঙ্গার দর্শনা থেকে বৃহস্পতিবার চারটি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনায় সীমান্ত থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার ঝাঁঝাডাঙ্গা কবরস্থানের রাস্তার পাশ থেকে গতকাল বৃহস্পতিবার রাতে এ বারগুলো উদ্ধার করা হয়।

বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে কর্নেল খালেকুজ্জামান জানান, স্বর্ণের বার চারটির ওজন ৪০ দশমিক ১২ ভরি। এর আনুমানিক মূল্য ৩১ লাখ ২৯ হাজার ৩৬০ টাকা।

এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামান। তিনি বলে, ‘উদ্ধার করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।’