চুয়াডাঙ্গা আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন। ছবি : এনটিভি

চুয়াডাঙ্গা আদালত চত্বর থেকে পলাতক আসামি আজিজুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১০টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

পলাতক আসামি আজিজুল শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় গুচ্ছগ্রামের মৃত ফজল শেখের ছেলে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আনিসুজ্জামান এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জানান, চুয়াডাঙ্গা ডিবি পুলিশের একাধিক টিম একযোগে অভিযান চালিয়ে পলাতক আসামি আজিজুল শেখকে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার ধামরাই থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও দস্যুতাসহ ১৪টি মামলা রয়েছে।

গত ১৬ অক্টোবর বেলা ১০টায় চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানযোগে আদালত চত্বরে নেওয়া হলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে আজিজুল শেখ পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের তিন সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয় এবং তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করে পুলিশ সুপার।