চেক গ্রহণের অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক : মোছলেম উদ্দিন
ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার নামে ১৫ লাখ টাকার চেক গ্রহণের ঘটনাকে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি। আজ বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। তিনি তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে যুবলীগনেতা কামাল উদ্দিন একটি চেকের ছবি দিয়ে লেখেন, ১৫ লাখ টাকার চেক নেওয়ার পরও সংসদ সদস্য মোছলেম উদ্দিন ইউপি নির্বাচনে তাঁকে মনোনয়ন পেতে কোনো সহযোগিতা করেননি।
এ ঘটনায় আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেন মোছলেম উদ্দিন। চেক গ্রহণের বিষয়টি ‘ষড়যন্ত্রমূলক’ দাবি করে সংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন তিনি। বলেন, ‘চেক দূরের কথা, কামাল উদ্দিনকে আমি চিনিই না।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহসভাপতি মোতাহার হোসেন চৌধুরী, কুতুব উদ্দিন এবং পৌর মেয়র জহুরুল ইসলাম।