চেক প্রতারণা মামলায় ইভ্যালির এমডিসহ তিনজনের গ্রেপ্তারে পরোয়ানা

Looks like you've blocked notifications!
অনলাইনে পণ্য কেনাবেচার প্রতিষ্ঠান ইভ্যালির আর্থিক লেনদেন এবং অন্যান্য ই-বাণিজ্য কার্যক্রম তদন্ত করবে বাংলাদেশ ব্যাংক। ছবি : সংগৃহীত

চেক প্রতারণার মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেলসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান এই আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী আব্দুল ওয়ারেজ এনটিভি অনলাইনকে এ বিষয়ে নিশ্চিত করে বলেন, মামলায় গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া আসামিরা হলেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও অ্যাডমিন মো. হাসান।

নথি থেকে জানা হছে, বাদী আবদুল আহাদকে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেল ১৫ লাখ ও ১০ লাখ টাকার দুটি চেক দেন। বাদী চেক দুটি নগদায়নের জন্য ধামরাই উপজেলার কালামপুর শাখার ডাচ্ বাংলা ব্যাংক লিঃ এ উপস্থাপন করলে ব্যাংক কর্তৃপক্ষ অ্যাকাউন্ট ক্লোজ/ব্লক উল্লেখ করে চেক দুটি ডিজঅনার স্লিপসহ ফেরত দেন। এই ঘটনায় বাদী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় মামলা দায়ের করেন। মামলার পরে আদালত থেকে সমন জারি করা হলে আসামিরা আদালতে না আসায় বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।