ছাত্রলীগের শীর্ষ নেতাদের পক্ষে পোস্ট দেওয়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকে হুমকি

Looks like you've blocked notifications!
রাজধানীর বনানী থানা। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষে পোস্ট দেওয়ায় গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলামকে গালিগালাজ ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুই নেতাকে অভিযুক্ত করে নিজের নিরাপত্তা চেয়ে রাজধানীর বনানী  থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

গতকাল শুক্রবার বনানী থানায় আশরাফুল এই জিডি করেন। জিডি নম্বর ৮৭৮। এর আগের দিন বৃহস্পতিবার মুঠোফোনে গালাগালি ও হুমকি দেওয়ার ঘটনা ঘটে বলে তিনি উল্লেখ করেছেন।

আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ইতিবাচক কাজগুলো তুলে ধরে আমি ফেসবুকে লিখেছিলাম। এই লেখার কারণে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুই যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আল ইমরান ও মাহবুব খান আমাকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও মারধরের হুমকি দেন।’

ছাত্রলীগের  যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান বলেন, ‘আশরাফুল ইসলাম গাজীপুরে স্বেচ্ছাসেবক লীগ করেন, কিন্তু তিনি ছাত্রলীগকে নিয়ে বিভিন্ন সময়ে আপত্তিকর পোস্ট দেন। তার সাথে কথা হয়েছে, কোনো হুমকি দেওয়া হয়নি।’ কী ধরনের পোস্ট দেয় জানতে চাইলে মাহবুব বলেন, ‘আমরা সম্মেলন চাই। সেজন্য তিনি বিভিন্ন ধরনের গুজব ও আপত্তিকর কথা বলে কর্মীদের মাঝে আমাদের সম্মানহানি করেন।’

অভিযোগ প্রসঙ্গে আরিফুজ্জামান আল ইমরানকে  ফোন করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

গত কয়েক মাসে ছাত্রলীগের একটি অংশ সম্মেলনের দাবিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত চার নেতার দারস্থ  হচ্ছেন। বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে আসছেন সংগঠনটির নেতাকর্মীরা।