ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, যাচ্ছে গ্রামেও

Looks like you've blocked notifications!
স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে গতকাল মঙ্গলবার সদরঘাটে লঞ্চে করে রাজধানীতে ফিরছে মানুষ। ছবি : স্টারমেইল

ঈদুল ফিতরের ছুটি শেষ হয়েছে গত রোববার (২৩ এপ্রিল)। পরের দিন সোমবার (২৪ এপ্রিল) থেকে খুলেছে অফিস-আদালত। সেদিন থেকেই নাড়ির টানে বাড়িফেরা মানুষ আবার কর্মস্থল রাজধানীতে ফিরতে শুরু করেছে। আজ বুধবার (২৬ এপ্রিল) যেন ঢাকায় ফেরার স্রোত বইছে। অন্যদিকে ঈদের আগে ছুটি না পাওয়া অনেকে এখন আবার যাচ্ছেন গ্রামে।

আজ বুধবার (২৬ এপ্রিল) সকাল থেকে রাজধানীর মহাখালী, গাবতলী, যাত্রাবাড়ী, গুলিস্তান, সায়েদাবাদ ও কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে ঢাকামুখী মানুষের ভিড় দেখা গেছে। এছাড়া অনেককে আবার গ্রামের উদ্দেশে যেতেও দেখা গেছে।

রফিকুল ইসলাম পুরো পরিবার নিয়ে আজ বুধবার ভোরে রওনা দেন সাতক্ষীরা থেকে। তিনি সাড়ে ১১টার দিকে ঢাকায় এসে পৌঁছান। রফিকুল বলেন, ‘ঈদের ছুটি ছিল পাঁচদিন। আরও তিনদিন বাড়িয়ে নিয়েছিলাম। আগামীকাল বৃহস্পতিবার থেকে অফিস করব।’

হাসিবুর রহমান ঈদের আগে ছুটি পাননি। তিনি একটি গণমাধ্যমে কাজ করেন। আজ বুধবার সকালে ট্রেনে চড়ে নিজ জেলা খুলনার উদ্দেশে রওনা দেন। তিনি বলেন, ‘ঈদের আগে ছুটি পাইনি। আমার যে সহকর্মীরা ঈদের ছুটি পেয়েছিলেন, তারা ঢাকায় ফিরেছেন। এখন আমি ঈদ পরবর্তী ছুটি কাটাতে যাচ্ছি।’

আজ বুধবার বাস-ট্রেনের পাশাপাশি লঞ্চেও ভিড় দেখা গেছে। ভোরের আলো ফোটার আগে থেকেই দক্ষিণাঞ্চলের একের পর এক লঞ্চ ভিড়তে থাকে সদরঘাটে। লঞ্চে যাত্রীচাপ অন্য সময়ের তুলনায় বেশি ছিল। লঞ্চগুলো নির্ধারিত সময়ে ছেড়ে এসেছে। সদরঘাটেও পৌঁছেছে নির্ধারিত সময়ে।

ভোলা থেকে সদরঘাট আসেন নাজমুল হুদা। তিনি বলেন, ‘আজ লঞ্চে অনেক চাপ। যাত্রীও বেশি। অনেক মানুষ আজ ঢাকায় ঢুকছে। আমার আরও চার বন্ধু পরের লঞ্চে আসবে।’

জামালপুর এক্সপ্রেস ট্রেনের শ্যামল ভট্টাচার্য নামের এক যাত্রী বলেন, ‘আগেই অনলাইনে টিকেট কেটেছি। প্রতি বছর ঈদের পরে বাড়িতে মা-বাবার সঙ্গে দেখা করতে যাই। এজন্য অফিস থেকে ছুটিও নিয়েছি।’