ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

Looks like you've blocked notifications!
প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে রাজধানী ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। এনটিভির ফাইল ছবি

ঈদুল ফিতরের তৃতীয় দিনে খুলছে অফিস-আদালত। প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে আজ সোমবার (২৪ এপ্রিল) রাজধানী ঢাকায় ফিরে আসছেন কর্মজীবীরা। সড়ক, রেল ও নৌপথে রাজধানীমুখো মানুষের চাপ সামান্য বাড়ছে।

তবে এবার কোনো ধরনের ভোগান্তি ছাড়াই রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। ভোগান্তি ছাড়াই ফিরতে পেরে খুশি তারা। সড়ক-মহাসড়কে নেই যানজটও।

টানা ঈদের ছুটি শেষে আজ থেকে শুরু হচ্ছে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যক্রম। ছুটি শেষে অফিসে এসে সবার সাথে ঈদ পরবর্তী কুশলাদি বিনিময় করছেন সবাই। এদিকে ব্যাংকপাড়া ও অফিস আদালতে এখনো রয়েছে ঈদের আমেজ। তেমন কর্মব্যস্ততা দেখা যায়নি। আজ থেকে আবার আগের নিয়মে ৯টা থেকে ৪টা পর্যন্ত চলবে সরকারি অফিস-আদালতের কার্যক্রম।

এ বছর শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে গত ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। ঈদুল ফিতরের ছুটির সঙ্গে ওইদিন (২০ এপ্রিল) বাড়তি সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এতে টানা পাঁচদিন ছুটি ভোগ করতে পেরে খুশি সবাই।