জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স : আইজিপি

Looks like you've blocked notifications!
সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালের তিন ও চারতলা সম্প্রসারিত ভবনের উদ্বোধনে আজ শনিবার সকালে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ছবি : এনটিভি

পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘মাদক, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স রয়েছে।’

আজ শনিবার সকালে সিলেট মহানগর পুলিশের ছয়তলা ব্যারাক ও সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালের তিন ও চারতলা সম্প্রসারিত ভবনের উদ্বোধন শেষে আইজিপি এসব কথা বলেন।

এ ছাড়াও নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের অসহযোগিতা নিয়ে নির্বাচন কমিশনের কোনো অবজারভেশন থাকলে সে অনুযায়ী ব্যবস্থার কথা জানিয়েছেন পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিভিন্ন সময় গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করা হয়। এক্ষেত্রে পুলিশবাহিনী সোচ্চার রয়েছে। এছাড়া প্রবাসে থেকেও যারা দেশের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা চালাচ্ছে, তাদের ব্যাপারে পুলিশ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইন্টারপোল একসঙ্গে কাজ করছে।’

এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।