জঙ্গি-সন্ত্রাসীরা যেখানেই থাকুক, সেখানেই অভিযান : র‌্যাব মহাপরিচালক

Looks like you've blocked notifications!
নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার র‌্যাব-৯ এর সদর দপ্তর সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বক্তব্য দেন র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। ছবি : এনটিভি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ‘বান্দরবানের গহীন পাহাড়ে সন্ত্রাসবিরোধী অভিযান এখনও চলমান রয়েছে। গহীন অরণ্যে শুধু নয়- জঙ্গি-সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন, সেখানেই অভিযান চালাবে র‌্যাব। জঙ্গি-সন্ত্রাসীদের কাছে র‌্যাব হবে আতঙ্কের নাম।’

সরকার বিষয়টি নিয়ে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যেসব অভিযোগ করা হয়েছিল আমরা তার তদন্ত করেছি। সব অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। ইতোমধ্যে সবগুলো অভিযোগের জবাব দেওয়া হয়েছে।’

র‌্যাব-৯ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৩১ অক্টোবর) র‌্যাব-৯ এর সদর দপ্তর সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি এ কথা বলেন।

সংস্থার কেউ আইনবিরোধী কাজ করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

অপর এক প্রশ্নের জবাবে এম খুরশীদ হোসেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞায় র‌্যাবে যেসব সংস্কারের কথা বলা হয়েছে, তার দায়িত্ব সরকারের। নিষেধাজ্ঞা প্রত্যাহারের দায়িত্বও সরকারের।’

র‌্যাব তার নীতিতে অবিচল উল্লেখ করে মহাপরিচালক বলেন, ‘সংস্থায় কেউ যদি অপরাধ করে সংস্থার নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিষেধাজ্ঞায় নাম থাকা ৭৬ জনের তালিকা অনুসারে তদন্ত করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে।’

মতবিনিময়কালে তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের নির্দেশনায় জঙ্গি, সন্ত্রাসবাদ ও মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে র‌্যাব। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অতন্ত্রপ্রহরী হয়ে র‌্যাব অবিরাম কাজ করে যাচ্ছে।’