জঙ্গি সম্পৃক্ততায় বাড়ি ছাড়া তিন জনসহ আটক ৫
জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়ার সঙ্গে জড়িত সংগঠনের দাওয়াতী ও অন্যতম অর্থ সরবরাহকারী হাবিবুল্লাহ ও বাড়ি ছেড়ে যাওয়া তিন জনসহ মোট পাঁচ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটকরা হলেন- কুমিল্লা সদরের মৃত মমতাজ আহমেদের ছেলে শাহ মো. হাবিবুল্লা ওরুফে হাবিব(৩২), কুমিল্লা সদরের আব্দুল মান্নানের ছেলে নেয়ামত উল্লাহ (৪৩), ঢাকার মোহাম্মদপুরের হারুনুর রশিদের ছেলে মো. হোসাইন (২২), ঢাকার সূত্রাপুরের আবুল হাসনাত বাদলের ছেলে রাকিব হাসনাত ওরফে নিলয় (২৮) এবং নোয়াখালী বেগমগঞ্জের হাতিমের ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে রনি ওরফে জায়েদ চৌধুরী (১৯)।
আজ সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
গতকাল রোববার রাজধানীর যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় জানিয়ে তিনি বলেন, ‘জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়ার সঙ্গে জড়িত সংগঠনের দাওয়াতী এবং অন্যতম অর্থ সরবরাহকারী হাবিবুল্লাহ, বাড়ি ছেড়ে যাওয়া তিন জনসহ পাঁচ জনকে আটক করা হয়।’
তিনি বলেন, ‘অভিযানে তাঁদের কাছ থেকে পাঁচটি উগ্রবাদী বই, প্রায় তিনশ’ লিফলেট ও পাঁচটি ব্যাগ উদ্ধার করা হয়।’
এ ছাড়াও আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।