জনবিচ্ছিন্ন বিএনপি খড়কুটো ধরে টিকে থাকতে চাচ্ছে : হানিফ

Looks like you've blocked notifications!
কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে আজ শুক্রবার প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক সহায়তা ও অনুদানের চেক প্রদান অনুষ্ঠান শেষে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। ছবি : এনটিভি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি মিথ্যাচার করে ও খড়কুটো ধরে টিকে থাকতে চাচ্ছে। বিএনপিকে মিডিয়া টিকিয়ে রেখেছে। সরকারকে ধাক্কা দিতে গিয়ে বিএনপি নিজেরাই পড়ে গেছে।

আজ শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক সহায়তা ও অনুদানের চেক সাংবাদিকদের প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে হানিফ এসব কথা বলেন। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে মৃত সাংবাদিকের পরিবার ও অসুস্থ মোট ৫৪ জন গণমাধ্যমকর্মীকে এই অনুদানের চেক তুলে দেন হানিফ।

হানিফ বলেন, ‘গত ১০ বছর ধরে বিএনপি একই কথা বলছে। এই সরকারের জনভিত্তি নেই। ধাক্কা দিলেই এই সরকার পড়ে যাবে। ধাক্কা দিতে গিয়ে বিএনপি নিজেরাই পড়ে গেছে।’

কারাগারে থাকা বিএনপি নেতাদের উদ্দেশ করে মাহবুবউল আলম হানিফ বলেন, ‘কারাগারে থাকা দুর্নীতিবাজ আর বিদেশে পলাতক খুনির মুক্তির জন্য জনগণ আন্দোলন করবে না। যারা এই দণ্ডপ্রাপ্ত দুর্নীতিবাজের মুক্তির নামে রাজপথে অরাজকতা-সহিংসতা করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে।’

এসময় কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরোওয়ার জাহান বাদশা, কুমারখালী খোকসা আসনের ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম, পুলিশ সুপার মো. খায়রুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি আফরোজা আক্তার ডিউ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সম্পাদক মো. সোহেল রানাসহ সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।