জবির ছাত্রী হলে আগুন, কর্মচারির চেষ্টায় নিয়ন্ত্রণে

Looks like you've blocked notifications!
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৩ তলার একটি রান্নাঘরের চুলা থেকে আজ রোববার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্রীদের মধ্যে। পরে হলের হলের কর্মচারি মো. সেলিমের চেষ্টায় সেই আগুন কিছু সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসে।  

হলের এক আবাসিক শিক্ষার্থী জানান, বেশ কয়েকবার এসব চুলার সুইচে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ ১৩ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। এতে আমরা সবাই নিচে নেমে পড়ি। পরে জানতে পারি, আগুনের ঘটনার সূত্রপাত চুলার সুইচ থেকে হয়েছে।

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম এনটিভি অনলাইনকে বলেন, ‘আগুন ধরার কথা শুনেছি। আগুন বন্ধ করা হয়েছে। এর আগেও দু’তিনবার এমন ঘটনা ঘটেছে। চুলাগুলোর নব (সুইচ) বারবার নষ্ট হওয়ায় এমন হয়। আর চুলাগুলাও পুরাতন হয়ে গিয়েছে।’

এক প্রশ্নে জবাবে ড. শামীমা বেগম বলেন, ‘নতুন চুলার জন্য ফাইল রেডি করা হয়েছে। দ্রুতই এ চুলা পরিবর্তন করে সব জায়গায় নতুন চুলা দেওয় হবে। ততদিন চুলার মেইন সংযোগ বন্ধ রাখা হবে। আমি হলের দিকে যাচ্ছি।’