জবি ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত

Looks like you've blocked notifications!
ছাত্রলীগের লোগো। ছবি : সংগৃহীত

ছয় মাস যেতেই স্থগিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে।

আজ শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।’

গত ১ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। সেখানে ইব্রাহীম ফরাজীকে সভাপতি ও আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়। এর ঠিক ছয় মাসের মাথায় আজ সেই কমিটির কার্যক্রম স্থগিত করা হলো।

কারণ জানতে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।